ভারতের অন্ধপ্রদেশের ভিশাখাপত্তমে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
“>
ভারতের অন্ধপ্রদেশের ভিশাখাপত্তমে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
ভারতের অন্ধ্রপ্রদেশের ভিশাখাপত্তমে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার দুপুরের পর হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের ওই শোধনাগারটিতে আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় ডিভিশনাল পুলিশ কমিশনার ঐশ্বরিয়া রাস্তোগি বলেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের ইউনিট-৩ প্লান্টে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট যাচ্ছে সেখানে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন এ পুলিশ কমিশনার।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, যেহেতু জ্বালানি রয়েছে, তাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সময় তেল শোধনাগারটিতে কমপক্ষে ১০০ জন কর্মচারী কর্মরত ছিলেন।
হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড এক টুইট বার্তায় জানিয়েছে, আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং প্রত্যেকে নিরাপদে রয়েছে।
টুইটে বলা হয়, ‘২০২১ সালের ২৫ মে বিকেল তিনটায় হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের বিশাখ রিফাইনারি সংস্থার একটি ক্রুড প্রসেসিং ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুরক্ষা ব্যবস্থা ও দমকল বাহিনী সঙ্গে সঙ্গে সক্রিয় হয়েছিল। আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। জনসাধারণের জন্য কোনও হতাহত ও ঝুঁকি নেই। অন্যান্য রিফাইনারি অপারেশনগুলো স্বাভাবিক আছে।’
“Esploratore. Appassionato di bacon. Social mediaholic. Introverso. Gamer. Studente esasperatamente umile.”