সাধারণ নাগরিকদের বিভিন্ন মেয়াদি স্থায়ী আমানতে SBI বর্তমানে গ্রাহকদের কত সুদ দিচ্ছে, এক ঝলকে দেখে নেওয়া যাক:
মেয়াদ | সুদের হার |
০৭ দিন থেকে ৪৫ দিন- | ২.৯ শতাংশ |
৪৬ দিন থেকে ১৭৯ দিন- | ৩.৯ শতাংশ |
১৮০ দিন থেকে ২১০ দিন- | ৪.৪ শতাংশ |
২১১ দিন থকে ১ বছরের কম- | ৪.৪ শতাংশ |
১ বছর থেকে ২ বছরের কম- | ৫.০ শতাংশ |
২ বছর থেকে ৩ বছরের কম- | ৫.১ শতাংশ |
৩ বছর থেকে ৫ বছরের কম- | ৫.৩ শতাংশ |
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- | ৫.৪ শতাংশ |
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার:
তবে সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণদের ক্ষেত্রে সমস্ত মেয়াদি আমানতে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। অর্থাৎ SBI-তে ফিক্সড ডিপোজিট করলে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন তাঁরা। এই পুনঃমার্জনের পরে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি FD-তে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার দাঁড়াবে ৩.৪০ শতাংশ থেকে ৬.২০ শতাংশ।
প্রবীণ নাগরিকদের বিভিন্ন মেয়াদি স্থায়ী আমানতে SBI বর্তমানে গ্রাহকের কত সুদ দিচ্ছে, এক ঝলকে দেখে নেওয়া যাক:
মেয়াদ | সুদের হার |
০৭ দিন থেকে ৪৫ দিন- | ৩.৪ শতাংশ |
৪৬ দিন থেকে ১৭৯ দিন- | ৪.৪ শতাংশ |
১৮০ দিন থেকে ২১০ দিন- | ৪.৯ শতাংশ |
২১১ দিন থকে ১ বছরের কম- | ৪.৯ শতাংশ |
১ বছর থেকে ২ বছরের কম- | ৫.৫ শতাংশ |
২ বছর থেকে ৩ বছরের কম- | ৫.৬ শতাংশ |
৩ বছর থেকে ৫ বছরের কম- | ৫.৮ শতাংশ |
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- | ৬.২ শতাংশ |
উল্লেখ্য, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম ‘SBI Wecare’-এর মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে দেশের বৃহত্তম এই ব্যাংকিং প্রতিষ্ঠানটি। এর আওতায় পাঁচ বছর বা তার বেশি মেয়াদের আমানতে অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম পাচ্ছেন বয়স্ক ব্যক্তিরা।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।