ভারতে টানা চতুর্থ দিনের মতো তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত ও দুই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি : রয়টার্স
“>
ভারতে টানা চতুর্থ দিনের মতো তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত ও দুই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি : রয়টার্স
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। টানা চতুর্থ দিনের মতো তিন লাখের বেশি রোগী শনাক্ত ও দুই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। খবর এনডিটিভির।
মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে কোথাও একদিনে এত রোগী আর শনাক্ত হয়নি। নতুন শনাক্তদের নিয়ে ভারতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এক কোটি ৬৯ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। একই সময় দেশটিতে আরও দুই হাজার ৭৬৭ জনের মৃত্যু হওয়ায় করোনায় মৃতের মোট সংখ্যা এক লাখ ৯২ হাজার ৩১১ জনে দাঁড়িয়েছে।
১৫ এপ্রিলের পর থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলো রোগীতে উপচে পড়েছে। স্থান সংকুলান না হওয়ায় অনেক হাসপাতাল রোগী ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে।
দৈনিক শনাক্ত রোগীর সংখ্যায় এখন প্রতিদিনিই নতুন বিশ্ব রেকর্ড হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশটিতে।
এনডিটিভি জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় দিল্লির অনেকগুলো শীর্ষ হাসপাতাল অক্সিজেন সংকটের কথা জানিয়ে জরুরি বার্তা পাঠিয়েছে। নগরীর জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে শুক্রবার ২৫ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।
“Esploratore. Appassionato di bacon. Social mediaholic. Introverso. Gamer. Studente esasperatamente umile.”